#Literoma Book Review :: KICHU KATHA KICHU ANUBHUTI by Gargi Sanyal

#Literoma Book Review 

Thanks to our reviewer SBando for reviewing the book on behalf of Literoma.

‘ কিছু কথা কিছু অনুভূতি ‘ কাব্য সংকলনে কবি গার্গী সান্যাল তাঁর জীবনের কঠিন সময়ের
অভিজ্ঞতাকে মূলধন করেই মূলত কবিতাগুলি রচনা করেছেন । তিনি তাঁর কবিতাগুলির মাধ্যমে
পাঠকদের উদ্দেশ্যে বলতে চেয়েছেন – জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে চাইলে থেমে
থাকলে চলবে না ; কান্না-হাসি , সুখ-দুঃখ কে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে । ‘ বিচিত্রময় ‘
কবিতায় তিনি জীবনের বিচিত্র আলো আঁধার , মন্দ ভালো দিকগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছেন ।
একা পথ চলার শেষে ভিড়ের মধ্যে মিশে একাকীত্বকে জয় করেছেন । ‘ বাস্তবের স্বপ্ন ‘ কবিতায়
তিনি রাতের স্বপ্ন গুলোকে দিনের আলোয় বাস্তবের মাটিতে সত্যি করতে চেয়েছেন , কিন্তু
পারেননি । নিজের মনকে মেনে নিতে শিখিয়েছেন । ‘ আজ ‘ কবিতার মাধ্যমে তিনি আজকের কাজের
মধ্যে দিয়ে কালটাকে নিশ্চিত করতে চেয়েছেন । এইরকম নানা অসাধারণ অনুভূতি ফুটে উঠেছে
প্রতিটি কবিতার ছত্রে ছত্রে । এই বইটি এক নিঃশ্বাসে শেষ করে পাঠককূল অধীর আগ্রহে
অপেক্ষা করে থাকবে তাঁর পরবর্তী বইটির জন্য ।।

Comments

Popular posts from this blog

#LITEROMA Book Review :: ‘The Little Secrets to Big Joy’ by Alakananda Pramanik

#LITEROMA Book Review :: ‘Death Served Cold’ by Sourabh Mukherjee

Here's a coffee chat with Retd. Col. Sujit Dutta, the author of 'Vignettes of Life'